
পাঁচ বছরের যাত্রাপথ এখানেই শেষ। যাত্রাপথে সামান্য কিছু বাধা-বিঘ্ন অবশ্য এসেছে তবে দুই লক্ষাধিক পাঠকের দু'হাত ভরা স্নেহ ও আনুকূল্যের তুলনায় তা যৎসামান্য। যে উদ্দেশ্যে খামখেয়ালী কিছু আনকোরারা ১৫ই এপ্রিল ২০২০ পয়লা বৈশাখের শুভক্ষণে ‘উৎস’-এর প্রথম সংস্করণটি প্রকাশ করেছিল তা হয়তো সফল হয়নি কিন্তু বিগত ৪৯টা সংস্করণের অধিরোহনে প্রাপ্তি অনেক। ভুলভ্রান্তি যে হয়নি তাও বলা চলে না তবে লেখক এবং পাঠককুলের সহযোগিতায় নিরন্তর প্রয়াসের বিশেষ খামতি ছিল না। বিগত বছরগুলোর প্রচেষ্টায় আমরা সিকিভাগও সফল হয়েছি কিনা জানি না তথাপি যদি ‘উৎস’ অন্তত একজনেরও চিন্তনে-মননে কোনো সদর্থক ভূমিকা রাখতে পারে তবে খানিকটা স্বস্তির সাথে বিদায় নেওয়া যায়। শেষযত্রায় আক্ষেপ একটা থেকেই গেল, হাফ সেঞ্চুরি পূর্ণ করার সৌভাগ্য হলো না, ভাগ্যচক্রের নিরেট ইর্য়কারে উনপঞ্চাশেই পরিসমাপ্তি।।
প্রচ্ছদ- নিপেন ভূয়ান
প্রুফ-সংশােধন- সোমনাথ দত্ত
পা ঠ প্র তি ক্রি য়া
- শুকের কথায় সুখের খোঁজ – শুকসপ্ততি -পারমিতা বন্দ্যোপাধ্যায়
- যুদ্ধ ও শান্তি -গণেশ ভট্টাচার্য
- অন্যজীবন -তপন মাইতি
- শুধু কবিতার জন্য -সঞ্জয় কুমার নন্দী
- শূন্যের কথা -তীর্থঙ্কর সুমিত
- অলক্ষ্যে -সৌভিক রায়
- পরিণতি -প্রতীক মিত্র
- নিথর প্রত্যুষ -কাজল আচার্য
- কুর্নিশ -সুশান্ত সেন
- পথের দাবি -রজত কুন্ডু
- মুছে যায় ধূসর অতীত -অসীম কুমার সমাদ্দার
- আমার জন্য তুমি -শ্রীপর্ণা দে
- তপ্ত দিনে -গৌতম রজক
- আলোর মুখ -মলয় সরকার
- উজান -বিবেক পাল
- সমীকরণ -আবদুস সালাম
0 মন্তব্যসমূহ