গুটি গুটি পায়ে কিছুকাল পূর্বে একরাশ আশা নিয়ে আমরা প্রবেশ করেছিলাম ই-বুক দুনিয়ায়। ছোট্ট চারাগাছটি যত সময় অতিক্রম করেছে ততো বেশি পরিমানে আপনারা তাতে প্রাণশক্তি জুগিয়েছেন, অসখ্য ভালোবাসা দিয়েছেন, সর্বদা পাশে থেকেছেন। আপনাদের ভালোবাসাকে প্রেরণা ভেবে আরো সহস্র মাইল অতিক্রম করতে চাই উৎস, স্থান পেতে চাই সকলের মনিকোঠায়।
'উৎস'-র যাত্রাপথ শুরু ২০২০ সাল থেকে। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৪২৭ বঙ্গাব্দের নববর্ষের শুভক্ষণে। উৎস ই-পত্রিকা প্রতি মাসের ১৫ তারিখ প্রকাশিত হয়। পত্রিকায় থাকে বেশ কিছু কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যমূলক লেখা এবং চিত্রাঙ্কন, আলোকচিত্র ইত্যাদি শিল্পকর্ম, এছাড়াও শব্দছক, ক্যুইজ, নানা জানা অজানা তথ্য।
0 মন্তব্যসমূহ