উৎস, মে ২০২১
এই চরম সংকটের মধ্যেও আরও একবার আমাদের ই-পত্রিকা "উৎস"- র চতুর্থ সংখ্যা প্রকাশিত হলো- নতুন দিগন্তের টানে আরো এক কদম এগিয়ে যাওয়ার আশায়। আপনাদের পাশে পেয়ে আমরা অন্তর থেকে আপ্লুত এবং একই সাথে বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি পরবর্তী সময়েও আপনারা আমাদের পাশে থাকবেন এবং "উৎস"-কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে আমাদের সাথী হবেন। আপাতত "উৎস"-র অমৃত জ্যোৎস্নার সুনিবিড় মাধুর্যে গা ভাসিয়ে দিন এবং অবশ্যই ঘরে থাকুন ।
"উৎস"-র আলঙ্কারায়নে আপনার কোন সুপরামর্শ এবং মতামত থাকলে অবশ্যই জানতে ভুলবেন না।
3 মন্তব্যসমূহ
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনখুব ভালো হচ্ছে..
উত্তরমুছুনএভাবেই আরো অনেক অনেক পথ এগিয়ে যান
সাথে আছি,ছিলাম,থাকবো..
এমনই ভালো ভালো লেখা পড়ার অপেক্ষায় রইলাম
উত্তরমুছুন