ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Utso_logo
২৪ই মার্চ ২০২৪



প্রতিকূল পরিস্থিতি এবং ব্যস্ততার জন্য বিগত কয়েকমাস যাবৎ যত্ন সহকারে পত্রিকার কাজ সম্পাদনা করা সম্ভব হচ্ছে না। আমরা একশো শতাংশ উদ্যম ও গুরুত্বসহকারে পত্রিকা পরিচালনায় সমর্থ না হয়ে পত্রিকার সুদূরব্যাপ্ত লেখক এবং পাঠককুলের বিশ্বাস ও ভরসার অবমাননা করতে চাইনা। তাই পরিচালন কমিটির সম্মতিক্রমে যৌথভাবে পত্রিকা বন্ধ করার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বছরের অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসের সংস্করণটিই 'উৎস'-র সর্বশেষ সংস্করণরূপে ১৫ই এপ্রিল প্রকাশিত হবে।



উৎস ই-পত্রিকা

contactus.utso@gmail.com  |      utso.co.in

                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ