ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অন্যজীবন -তপন মাইতি


দেখছি জ্বলছি লুচির মত ফুলছি 
চোখের সামনে ঘটে চলেছে সব
কিছুতেই কিছু বলতে পারছি না 
দেওয়ালে কান পেতে রয় আপন জন 

এ অবক্ষয় সমাজ বলো কাদের?
এ সমাজ মান্যতা দেয় পুঁজিদের 
এ সমাজ প্রশ্রয় দেয় উলঙ্গদের 
এ চরম ক্ষয়াটে সমাজ কাদের?

আর হাভাতের স্বপ্নের গড়া জগৎ 
কদর সম্মান না পেয়ে হঠাৎ খুব 
ছোট্ট হয়ে পড়ে মনের শোকে 
এ রাত এ চাঁদ জ্যান্ত হয়ে ওঠে 

বদলা নয় পরিবর্তনের ভাষায় 
বদলে যায় সব শুধু পড়ে আমি 
যখন তখন এসব বাধা বিঘ্ন 
ছিঁড়ে ফুঁড়ে ঠেলে ফেলে দিয়ে 

ঐতিহাসিক বীরের মত যেন 
সাদা পাতায় কালির আঁচড় টেনে 
দেশ-কাল-সময় উদ্ধার করে দিয়ে 
জোরসে কলম চালাতে ইচ্ছে হয়।



এটিই মাসিক ই-পত্রিকা ‘উৎস’-এর সর্বশেষ সংস্করণ। (বিস্তারিত জানতে ক্লিক করুন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ