ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শুধু কবিতার জন্য -সঞ্জয় কুমার নন্দী


তুমি ফিরে এসো...
অভিমানী কথারা নিঃশেষে-
মুছে গেছে 'তারা' হীন সুনীল অন্ধকারে,
পাথরের বালিশ কে ভালোবেসে-
স্তব্ধতার শব্দগুলো চলে গেছে আলোকবর্ষ দূরে।

শুষ্ক কাঠের বুকে —
যে আগুন জ্বলেছিল নিভৃতে,
নিভে গেছে প্রিয় বৃষ্টি ধোঁয়া নিরুত্তাপে।

আবেগে নয়, টুকরো টুকরো স্মৃতি-
ভাটির টানে রয়ে গেছে সীমাহীন সাগরে, 
যখন প্রতীক্ষার টুকরো টুকরো অভিমান —
অপেক্ষা করে, সবুজ ধানের শীষে দুলে ওঠে-,
অন্তহীন মনোরম সুবাস বাতাসে মিশে যায় 
নিরুত্তর জীবনের কথামালা শব্দের অভিধান।

কথারা যখন ফিরে এসেছে শব্দের রেশ ঠোঁটে নিয়ে,
কবিতার জীবন সুন্দর হোক জীবন কবিতা হয়ে,
তুমি ফিরে এসো, শুধু কবিতার জন্য-
বেঁচে থেকে বিশ্ব কবিতা ভালোবেসে, তবেই 
আমারা নিজেকে মনে করব ধন্য।



এটিই মাসিক ই-পত্রিকা ‘উৎস’-এর সর্বশেষ সংস্করণ। (বিস্তারিত জানতে ক্লিক করুন)

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ