
পরিণতি কে না চায়?
কিন্তু সব কিছুরই একটা সময় আছে।
কিছু প্রত্যাশার ডালপালা
হাতের কাছে
স্পর্শ দিয়ে নির্মাণ করে
স্মৃতির সংগ্রহশালা।
সহজ কি আদৌ কিছু এ চরাচরে?
যে আরম্ভটা মনে হয়েছিল হেলায়
মনে নেই সেই মাটিতেও কত মেহনত ঝরেছিল গোড়ায়।
জানি বাধা-বিপত্তি-দাঁড়ি-কমা
সবার সাথে সমানে সমানে টক্কর শেষে
ঘুমহীন অগুন্তি রাত হাতরে দুর্লভ উন্মেষে
তবু কিছু সম্ভাবনা হয় জমা।
তাইতো নতুন করে ঢেউ ফিরিয়ে আনে জিজ্ঞাসা।
পরিণতি তো অমোঘ কিন্তু ভালোবাসা?
সেই চোরাবালির টান যে আনাচে-কানাচে।
সব কিছুরই যে একটা সময় আছে।
0 মন্তব্যসমূহ