ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

উজান -বিবেক পাল

 


রাত পাহারায় জেগে থাকে নক্ষত্রেরা 
হৃদয়-বনে স্বপ্নেরা----
রঙ ধরে কৃষ্ণচূড়ার ডালে ডালে 
দিন বদলের গানে!

রাত শেষে----
নক্ষত্রেরা ঘুমাতে গেলে
রঙ লাগে পুব-আকাশে ।

রঙ লাগে----
লতা-গুল্মে ভোরের শিশিরে,
উজানের গান ধরে বাউল 
বসন্ত বিহানে !!




এটিই মাসিক ই-পত্রিকা ‘উৎস’-এর সর্বশেষ সংস্করণ। (বিস্তারিত জানতে ক্লিক করুন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ