
রাত পাহারায় জেগে থাকে নক্ষত্রেরা
হৃদয়-বনে স্বপ্নেরা----
রঙ ধরে কৃষ্ণচূড়ার ডালে ডালে
দিন বদলের গানে!
রাত শেষে----
নক্ষত্রেরা ঘুমাতে গেলে
রঙ লাগে পুব-আকাশে ।
রঙ লাগে----
লতা-গুল্মে ভোরের শিশিরে,
উজানের গান ধরে বাউল
বসন্ত বিহানে !!
উৎস ই-পত্রিকা
contactus.utso@gmail.com | utso
মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
|
এপ্রিল ২০২৪ সংখ্যার লেখক,
আলোকচিত্রকর ও চিত্রকরসূচী |
দেখতে ক্লিক করুন (১২ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না)
|
এপ্রিল ২০২৪ সংস্করণ |
পড়ুন(১৫ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না) |
0 মন্তব্যসমূহ