
যে আলোর মুখ চেয়ে
কাটিয়েছি সারা রাত
আর ভিজেছি অঝোর ধারে,
একরাশ কান্না মাখা নিঝুম আঁধারে-
যে আলোর মুখ চেয়ে
চলেছি অনেক পথ
জ্বলন্ত সূর্যের তাপ আর
রোদের ভ্রুকুটিকে করেছি অগ্রাহ্য-
যে আশার দিকে তাকিয়ে
নিয়েছি নির্বাসনদণ্ড,
ভুলেছি স্বপ্নের মত
মোহময় ক্ষণিক সুখের হাতছানি,
তার নৈকট্য কি কখনও
নিরাসক্ত জলবুদবুদের মত ভঙ্গুর হয়!
0 মন্তব্যসমূহ