
ধরনীর প্রান্তরে তপ্ত দিনে শুষ্ক বাতাস বয়ে সারাক্ষণে
কোন সে আগন্তুক আসে এ সময়ে ক্ষিপ্র আগ্রাসনে ;
কড়া নাড়ে বারে বারে এমনি দিনে 'যুদ্ধং দেহি' স্বরে
এ হেন রুপে তপন কিরণে গ্রীষ্মের প্রখর দিনে!
ত্রাহি ত্রাহি রবে উঠিল ধ্বনি প্রান্তরে সকল প্রানী কুলে
চাতক পাখি ছড়িয়ে ডানা আকাশের পানে তাকিয়ে ;
এক ফোঁটা বারি আসুক বর্ষণে আশাতে মন যে সাধে
যত বাড়ে বেলা,বাড়ে তাপন,তপন কিরণ যে ছড়িয়ে!
চারপাশ শুধু খাঁ খাঁ জমি,পুড়ে ছারখার যে শুখা
রাস্তায় গলা পিচে হাঁটা,কাপড়ে মুখ বেঁধে চলাফেরা ;
সঙ্কট ভরা নদী খাল বিল পুকুর,হারিয়ে জলের সীমা
বনে জঙ্গলে দাবানল, আশ্রয় খোঁজে পশু পাখিরা!
0 মন্তব্যসমূহ