
নিঃস্ব হয়েও খেলেছি জীবনের জুয়া তোমায় বাজি রেখে
কুড়িয়ে রেখেছি সময়ের স্রোতে ভেসে যাওয়া
কয়েকটা তোমার- আমার নীরব মুহূর্ত;
হিসেব এড়িয়ে যা থাকে।
বাঁচিয়ে রেখেছি পুরনো রূপকথা,
তোমার সরল শিশুমন
আচ্ছাদিত করেছে আমার পৃথিবীকে।
গাইছে গান মেদুর হাওয়া নির্ভেজাল দুপুরে
সেজেছে সুশোভিত সাজে শহরের রাজপথ
তোমায় স্বাগত জানাতে,
যুগ যুগান্তরের সিদ্ধান্ত ওলট-পালট করে
তোমার আমার হয়েছে সন্নিবেশ।
সমাপ্ত করে আলোকিত এক অধ্যায়
নেমেছে জঙ্গলের ভিতর নিস্তব্ধ সন্ধ্যা,
উপহার ছিলো তোমার কোমল দুহাতে
আমার জন্য কোনো এক রাতের রজনীগন্ধা।
0 মন্তব্যসমূহ