ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

দোর খুলে দে - অদিতি ঘটক


কলস্বরে রব ছিল, তুমি আমি আমড়া মিলে সব ছিল
তারপরেতে, তারপরেতে... সময় তো দাও
বানিয়ে নিয়ে গল্পখানিক ইলাস্টিকের
 বদলে ভাষা চোখ, মুখ, দাঁত, বেড়াল রুমাল
 কত কি যে হয়--
জল শুকিয়ে জলঘড়িটা হাওয়ার ভেতর আঁক কাটে
কাটছে কাটুক, ধারে ভারে যেমন পারে 
টেরিয়ে ধুঁধুল চাইছে কেমন তেরচা চোখে
আগে তবু হাতের ছাতা ঢাকতো তার চোখের পাতা
আমড়া এখন বাজার দরে বেশ চড়া
ওসব ছাড়ো, ঢলছে দিন পাঁক পুকুরের ডুবো জলে
 পুকুরপাড়ে কাঁঠালিচাপা উঠছে বেড়ে অযতনে
বেহায়ার সাহস ভারি গন্ধ ছড়ায় স্তব হাওয়ায়
ঢুলু ঢুলু সহসা চটক ভাঙে
কি থেকে যে কি হয়ে যায়
দূরে কি ঘন্টি বাজে
তবে আজ এইটুকু থাক 
নীলকন্ঠ আসছে নেমে
শিউলিও দোর খুলে দে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ