এসো, দিই কিছু নীরবতা
দুঃখ ও কবিতা তোমাকে। ভালো থেকো।
এগিয়ে দিই নিজেকে। দিলে, কী আশ্চর্য
পিছনে একটি ঘন অন্ধকার
হিংস্র বাঘের কথা তুলে ধরে আমাকে।
ভয় পাই আমি। রহস্য ঘনিয়ে আসে আমার।
অঙ্ক সাময়িক ভুলের শূন্যতায় তোমার যৌন চাঁদ উঠলে, যদি
তুমিও কলঙ্কের হয়ে ওঠো!
হাসলে,গাছের আড়াল থেকে তুমি।
বললে: "নিজেকে দেখো। প্রমথ, তুমি নিজেকে দেখো।
নিজের কাছে পৌঁছতে সবচেয়ে বেশি সময় লাগে বলেই কিন্তু
নিজেকে দেখা অত সহজ কাজ নয়?"
0 মন্তব্যসমূহ