ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আড়ালের মানুষ -বিবেক পাল



নিশীথের আঁধার সম সময়ে
পাশে এসে দাঁড়ায় নিঃশব্দে 
ভালোবেসে-------

প্রশান্ত মুখজুড়ে অপরূপ আলো
গোধূলি থমকে দাঁড়ায় ঢেলে দেয় আলো
পাখিরা সব নীড়ে ফেরে, ঢেউ ভাঙ্গে বালুচরে।

নক্ষত্রেরা জেগে ওঠে মহাকাশে
ক্লান্তিহীন আঁখির তারায় শ্রাবণের সতেজতা 
রাত ক্রমশ ফর্সা হয়ে আসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ