নিশীথের আঁধার সম সময়ে
পাশে এসে দাঁড়ায় নিঃশব্দে
ভালোবেসে-------
প্রশান্ত মুখজুড়ে অপরূপ আলো
গোধূলি থমকে দাঁড়ায় ঢেলে দেয় আলো
পাখিরা সব নীড়ে ফেরে, ঢেউ ভাঙ্গে বালুচরে।
নক্ষত্রেরা জেগে ওঠে মহাকাশে
ক্লান্তিহীন আঁখির তারায় শ্রাবণের সতেজতা
রাত ক্রমশ ফর্সা হয়ে আসে ।
2 মন্তব্যসমূহ
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনখুব ভালো।
উত্তরমুছুন