ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাওয়ার স্মৃতি আমাদের সকলের মনেই এখনও উজ্জ্বল। তবে এই গরমের ছুটির মহিমা কিন্তু দেশ-মহাদেশ হিসেবে অনেকটাই আলাদা। আমরা যেমন গরমের ছুটিতে তাপ্প্রবাহের দাবদাহে জেরবার হয়ে উঠি, সাত সমুদ্র তেরো নদীর পারের দেশ ফ্রান্সে কিন্তু ঠিক এর উল্টো। প্রায় সারা বছর শীতের প্রকোপ কমে গিয়ে ঝলমলে রোদ ও মনোরম পরিবেশ বেড়ানোর পক্ষে একেবারে উপযুক্ত। ভাবছেন, কেন হঠাৎ ফরাসী দেশের কথা নিয়ে পড়লাম। কর্মসূত্রে ফ্রান্সে থাকার জন্য এবারের গরমের ছুটি ইউরোপেই কাটানোর সুযোগ হয়েছে। তবে আরও একটা তফাত রয়েছে, জুন-জুলাই নয়, এখানে আগস্ট মাসে গরমের ছুটি। শুধু যে ছোটদের স্কুল ছুটি থাকে তা নয়, বড়রাও নিয়ম করে গরমের ছুটি উপভোগ করেন। আর ঠিক আমরা যেমন গরমের সময় ঠাণ্ডা জায়গা দার্জিলিং, গ্যাংটক, হিমাচল প্রদেশ আরও কত এমন জায়গায় যেতে ভালোবাসি, তেমনি এক জায়গা যেটি ফ্রান্সে রয়েছে,সেখানে ঘুরতে যাওয়ার গল্প বলবো।
0 মন্তব্যসমূহ