আমার ছোট্ট মেয়ে প্রজাপতি ধরছিল মুঠোয়,
আলো ফেলছিল প্রজাপতির গায়ে
যতগুলি উঠে আসার সিঁড়ি ছিল
সবগুলির গায়ে দীপান্বিতার আলোর জ্বলে উঠল
আমি কার্তিকের অমাবস্যায় দাঁড়িয়ে
ধুলোর নীহারিকা ছুঁয়ে ছুঁয়ে
মেয়ের হরিণ দুটি চোখ দেখছি
প্রজাপতি ওড়ে। বুকের পায়রাগুলি পেখম মেলে
সারা বাড়ি জোনাকি হয়ে উঠল ভাঙাবেলায়
টিপটিপিয়ে বৃষ্টির ধারা যখন নামলো ভর-সন্ধ্যায়
দেওয়াল জুড়ে টিকটিকিরা নেমে এলো গায়ে,
পৃথিবীর সজল কোনো দ্বীপ। সেখানে সেদিন
আমার মেয়ের মতো আরো যারা দু' আঙুলের
ডগায় ধরছিল সূর্যের সাত রং
সমুদ্রকূলে নীলতিমি গিলে নিলো তাদের!
হারিয়ে যাচ্ছে কত শঙ্খদ্বীপ আর আলো
টিকটিকিরা নেমে এলো টেবিলের ওপর।
পরাঙ্মুখ কালোরাতের শীতে লক্ষ প্রজাপতির মৃত্যু হলো!
আমার মেয়ে খাফ্রের পিরামিডের ভেতর ঢুকে যাচ্ছে রোজ
ঘুমিয়ে যাচ্ছে, আর উঠবে না কোনোদিন এমন শহরে
0 মন্তব্যসমূহ