
তোমার দাঁতে চুন-সুপারি খয়েরের দাগ
পানপাতার সবুজ মেলে না সেখানে
হাসতে চাওনা
মুখের ভিতরে চল্লিশ বছরের ক্যামোফ্লেজ
তবু তুমি গিরগিটিকে আত্মীয় মানো না
কোমর বাড়তে বাড়তে এখন বুকসমান
শরীরে মাখন মাখন কোটর
সেই সব রন্ধ্রে তুমি লুকিয়েছ নীলবিষ
এবং আতর সমুদ্রে ডুবেছে জিভ মুখের ভিতর
রত্নাকর বাল্মিকি হয়েছিল তুমিও
তামাক সিগার ছেড়েছ সোনালী ছলাৎ
ফুসফুস জুড়ে উথাল-পাতাল সন্ন্যাসরস
অন্ধকার নামলে ঢেকুরে রতিবাস্প হাতযশ
দ্রৌপদীর চৌকাঠে অংশীদারের পাদুকার অবসর
তোমার কুঠুরিতে নিত্য সেবা পায় ভঙ্গুর দেবতারা
আমি কেবল দৃষ্টিহীন পাঙ্খাওয়ালা
সুর শুনি, বাজাইনি কখনও তোমার ফুলেল দোতারা...
0 মন্তব্যসমূহ