
সব কিছু রেখে চলে যাব - এই চরাচর জুড়ে
হেমন্তের পাকা ফসলের মাঠ, গাজন তলা,
চণ্ডীমণ্ডপ,
রুপোলী চাঁদের থালায় বেড়ে খাওয়া
গরম ভাতের স্বপ্ন;
ভুলে যাব সব দুঃখ ব্যর্থতা অভিমান
সঙ্গে নেব না কিছুই
শুধু নিজের শিকড়ে রেখে যাব
নদীর পলিমাটির ঘ্রাণ;
চলে যাবার আগে দু'হাতের মুঠোয় তুলে নেব
অন্তহীন স্মৃতির অক্ষর
দু'চোখে লেগে থাকা বিষাদ চিহ্ন মুছে
আর একবার শুধু দেখে যাব-
ধবল জোছনার আয়নায় ভেসে ওঠা
রাত পরীর রূপকথা মায়াবী মুখ;
সঙ্গে নেব না কিছুই
সব কিছু রেখে চলে যাব
রাত্রিচর পাখির মতন উড়ে
ওই আকাশ গঙ্গায়।
0 মন্তব্যসমূহ