ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নিঃস্ব হৃদয় -লালন চাঁদ


অনন্ত জলে সাঁতার দিতে দিতে পেরিয়ে এসেছি
কতো নাম না জানা বন্দর 
ভেসে গেছি কতো পথ। খুঁজে পাই নি তল।

আমার উঠোনে নীরব কাকেদের সাম্রাজ্য 
কথা নেই কথা নেই
তবু কতো কথা এলোমেলো ঝড় তোলে
বুকের ভেতর।

ফিরে আসি রোজ সমিধ বেদনার বালুচরে
আমার দুচোখে নিঃশব্দ আঁধার
তবু জীবন হাতড়াই।

এখনো ভাঙা টবে জন্ম নেয় তিরতিরে শিউলি
প্রতিদিন জল দিই
মরে যায় গাছ।

আমার নিঃস্ব হৃদয় খুঁটে খুঁটে খায় রোদের দুপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ