ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অবশেষ -সুজন হালদার


শীতের কুয়াশা ঘেরা ভোর
এখন পড়তির দিকে।
খেজুরের রস আর উতলা করে না
শিউলিকে।
নবান্নের পিঠে-পুলি পার্বণে
রসনা তৃপ্তির পালা মিটেছে আগেই।
বাসন্তি গাঁদা, চন্দ্রমল্লিকা,ডালিয়ার পসরা
আজ খালির পথে।
মধুকর, প্রজাপতিদের মধু- ফুলের রেণুর
খরিদ শেষ।

তবুও তো গাছেদের পাতা ঝরা বাকি।
তবুও তো পলাশের আশে বসে থাকি।
তবুও তো বীণাপাণি খাগের কলমে,
তবুও তো বিদ্যার কমল-লোচনে,
নিদ নাহি টুটে আঁখিপাতে
বসন্ত জাগ্রত প্রাতেঃ...।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ