ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অভিন্ন —সুদর্শন লোধ


একটা শব্দ: বহু পুরানো, 
না কোনো স্বপ্ন নয়, বোধ হয় জড়ানো—আবদার
এই শব্দে ঘুম খুব আসে; কিন্তু সে তো আর ঘুম নয়
জরাজীর্ণ বৃক্ষতলে পরিচিত অস্তিত্বের সৎকার
            পরিচিত অতীতের অবগাহন!
সেই শব্দ; যাতে হাত দিলে মনে হয়—
নিজেকেই ছুঁয়ে ফেলেছি, নিজেরই অজান্তে
তবুও এই শব্দই, গন্ধ ছড়িয়ে দেবে আমাদের
সন্ধ্যেবেলার শীতল বাতাসজুড়ে...
যে বাতাস এখনও অজুহাত খোঁজে,
শব্দের বুকে শুয়ে থাকে চোখ বুজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ