ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নির্ঘাত জোয়ারে -নৃপেন্দ্র নারায়ন ভট্টাচার্য্য


আমরাও জানি

নীল-সাদা অপরাজিতায়

কত রক্তের হাতছানি-


আগুনের মুঠিতে আগুন

বারুদের বুকে বারুদই সংসার 

চাঁদ নেমে আসে তীরের ঝলকে

রক্তের দেশে


স্তিমিত হওয়ার কিছু নেই

বীজ উপ্ত হলে ডাকো রোদ্দুর 

জল বাতাসের উচ্ছ্বাস প্রশ্রয়


হাটে হাটে হাঁড়ি ভাঙো

হাঁড়ি-ভাঙা উন্মাদ

অশ্লীল বেসাতির ছাই 

যাবে নির্ঘাত জোয়ারে। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ