ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তুমি তো আছ - রথীন পার্থ মণ্ডল


৪৬৩ নং বি সি রোড মেঘনায় এলেই

আলোচনার কেন্দ্রবিন্দু হও তুমি

হাত ধরে চলা, ফিরে পাই ছোটবেলা


বিজয়তোরণ থেকে রাজবাড়ি 

যতবারই হাঁটি সময়ের স্রোত বেয়ে

সাথে থাকো তুমি ও তোমার উদারতা


দূর থেকে দূর ঐ মহাশূন্যের

ওপার থেকে ভেসে আসে তোমার হাত 

মাথায় নিয়ে মনে পড়ায় আমার বাবাকে


নিজের মধ্যে নিজেকে হারাতে হারাতে

শুনতে পাই– ব্যর্থ হয়েছে তো কি হয়েছে,

তোমার পাশে তো মইনুলদা আছে।।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ