ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অচ্ছেদ্য -মলয় সরকার

তোমার মুখ আজও লেগে আছে মুখে,

জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে,

এখনি কোথাও যাব না আমি।

চেনা পথ ছেড়ে যেতে হবে দূরে,

চেনা গান ভুলে ভাসি অন্য সুরে,

নিজেকে ঢাকি অন্ধ আড়ালে,

কোথায় পালাব আমি!

জড়িয়ে রয়েছে  মুখ

আমার সমস্ত সুখে দুখে।


বন্ধুরা জানেনা এখনও সেকথা,

হলুদ শরীর আমার-দেখে, 

না বুঝেই তারা

হেসে ওঠে পরম কৌতুকে।


যতই ছাড়াতে চাই

ততই জড়িয়ে পড়ি,

নিভৃতে আগল খুলে দেখি,

রয়েছ বহাল তবিয়তে

বুকেরই গোপন সিন্দুকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ