ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

এখন -সুশান্ত সেন


স্বপ্ন নিয়ে বর্ণ নিয়ে গন্ধ নিয়ে

কে এক অধীর কাল মুহুর্মুহু নাড়া দেয়

মানব সভ্যতা।

তুরস্ক সিরিয়া জুড়ে ধ্বংস হওয়া 

ইট কাঠ কংক্রিট জঙ্গল দাঁত বার করা 

হাসি নিয়ে চেয়ে থাকে রাশিয়া ও ইউক্রেন দিকে।

রাস্তায় গান গায় পূব দিক থেকে আসা 

বিচ্ছিন্ন রমণী বিষণ্ণ মনের ভার মুছে।

তোমরা কোথায় আছো!

তোমরা কি ভাঙনের মুখে এসে 

দাঁড়াবে চৌকাঠে।

কোন এক অধীর কাল মুহুর্মুহু নাড়া দিল

ভোগবাদী সভ্যতাকে আজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ