ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কথা ছিল -সবুজ জানা


শ্বাশত নীরবতা থেকে 

মাত্র কয়েক পা পেছনে দাঁড়িয়ে একটি ছেলে।


ওর একান্ত সিদ্ধান্তগুলোর পা পিছলে গেলে 

অভিমানী তারাখসার মত ভরসাহীন জীবন

রাতের ফুলগুলো ভোরে ঝরে যাওয়ার আগে

একবার সোহাগী নারীর চোখের দিকে তাকাও

ওখানে ডুব দেওয়ার মত গভীর সাগর আছে

তার বালির পাটাতনের কৃষ্ণচূড়া জলে পা রাখলে 

পাতার মৃদু প্রতিবেদন ছাড়াই ঝড় উঠবে-

সে ঝড় থেকে বাঁচতে হাতের সন্ধি খুব প্রয়োজন 

যদি হাতের তালুতে ভাগ‍্যরেখা ধরে লিখে ফেল 

আবেশ, ভরসা, ভালবাসা...

হারবে ঝড় নিশ্চিত

আমি নিশ্চিত!


একমাত্র কবিরই মনে থাকবে 

ছেলেটির আত্মহত্যার কথা ছিল!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ