অবয়ব সম্পূর্ণ করার পরেও যে শিল্পী প্রতিমা ভেঙে ফেলেছিলেন
আমি তার অসহায় আবেগ ধরতে পেরেছিলুম অংশত
পকেটে বাংলা মদের ফাইল, ভোর রাতে নিশ্চুপ সঙ্গীরা জুটে যায়
তখনও চোখ ফোটেনি দেবীর, অথচ সূর্য ওঠে ঠিক
সমস্ত আলোর অভিমুখে কারও ভাঙা হাত, পা কিংবা মাথা পড়ে আছে
তার পাশেই সম্প্রদায় অথবা সম্প্রীতির কথা বলতে বলতে গলা ফাটায় পাগল
আর শিশির ধোওয়া সবুজ ঘাসের ওপর হাঁটতে হাঁটতে এগিয়ে আসে
দামোদর মাসের দ্বিতীয় কীর্তন দল
প্রতিদিন সূর্য ডুবে যাওয়ার আগে অবধি তুমি আমাকে নমনীয় হতে বলেছো
চুপচাপ ভিজতে থাকা পাতার মতো
অহরহ অদৃশ্য লক্ষ্যের কাছে দাঁড়াতে বলেছো হাত পেতে
তবুও আমি অবাধ্য খরগোশের মতো গর্তের ভিতরে রাখি মাথা
রক্তের উৎসবে শাক্ত হয়ে ওঠা হল না আমার অথবা সহিষ্ণুতায় পরামার্থিক বৈষ্ণব
আমি শুধু লৌকিক মানুষ ইহলৌকিক পৃথিবীর অতি সামান্যতর
স্বভাবতই তোমার হৃদয়ের গভীরে পেতে রেখেছি কান
এতটুকু যদি ভালোবাসার কথা বলো
অবয়ব সম্পূর্ণ করার পরেও যে শিল্পী প্রতিমা ভেঙে ফেলেছিলেন
আমি তার অসহায় আবেগ ধরতে পেরেছিলুম অংশত
ঈশ্বর এতকিছু দেখতে পান না। কোনো শিল্পীই কি তাঁর চোখ ফোটাতে পেরেছেন যথাযথ!
0 মন্তব্যসমূহ