এই কবিতাটি এপ্রিল ২০২০ সংখ্যার প্রকাশিত হয়েছে।
চারপাশে একঘেয়ে ধূসরের ঘনঘটা;
বিষাক্ত তীব্র বাস্তবতার ধোঁয়ার মাঝে
নাকে রুমাল চাপা দিয়ে বাঁচতে চাইলেও,
কানে ভেসে আসে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার হাহাকার।
দূরদূরান্ত অবধি কোথাও কোনো প্রানের
অস্তিত্ব নেই। কিছু চলন্ত মৃতদেহ,তাদের নুয়ে পড়া শিরদাঁড়া আর কালচে
হৃৎপিন্ড নিয়ে ছুটে চলেছে "সুরক্ষিত
ভবিষ্যতের" লক্ষ্যে।
হঠাৎ রঙিন কিছুতে চোখ পড়ায় থমকে থেমে দেখি সারি সারি
ইচ্ছের মৃতদেহ।
তাদের প্রত্যেকের গলায় নীলচে মৃত্যুচিন্হ,গলা টিপে খুন করা হয়েছে তাদের।
ঠিকরে বেরিয়ে
আসা,ফ্যাকাসে চোখ দিয়ে তারা অপলক
দৃষ্টিতে তাকিয়ে আছে
তাদের খুনীর দিকে।
পরিস্থিতির দোহাই দিয়ে আর কতোদিন ?
শত শত মৃত ইচ্ছে মাড়িয়ে তাদের আর্তনাদের চেয়েও জোরে
চেঁচিয়ে বলতে চাই,
আমায় সময় দাও,
আমি ভাবতে চাই,
আমি লিখতে চাই,
আমি গাইতে চাই।
আমি মৃত ইচ্ছের পাহাড় থেকে একটা ইচ্ছের হয়ে সওয়াল
করতে চাই,জীবনের আদালতে।।
0 মন্তব্যসমূহ