এই কবিতাটি এপ্রিল ২০২০ সংখ্যার প্রকাশিত হয়েছে।
বসন্ত?
হ্যাঁ
বসন্ত!
কিছু
বসন্ত নীরব নিশ্চুপ,
বোবা
ঠোঁটে আলিঙ্গনের বেদনা |
বেদনা?
হ্যাঁ
বেদনা!
রঙের
বাহারে কিছু ব্যাথা আজও চাপা,
প্রিয়
মোর বসন্তের হাওয়া!
কিন্তু, ভাষা মোর প্রিয়র আজ চাপা,
চাপা
আমারও মনের কথা
শেষ
বসন্তও বিরহে, আসছে বসন্তও বোবা |
বোবা?
হ্যাঁ
বোবা!
প্রিয়
ছিল মোর বসন্ত আমি তার প্রেমের ডালি,
প্রিয়
নেই আজ কাছে তবুও তারে খুঁজে ফিরি!
ঝরাপাতার
রুক্ষশাখে নতুন ফাগুন আবার সাজে
আমার মন, আমার বসন্ত, প্রিয় বিরহে গুমরে কাঁদে!!
0 মন্তব্যসমূহ