
আলোর ভিতর হাত ডোবালে
মুঠির ভিতর অন্ধকার,
শরীর জুড়ে শব্দ-নিষেক
মনের ভিতর জমছে ক্ষার।
আজগুবি এক ঘোরের ভিতর
ডুব দিয়েছে গল্পকার,
শূন্য ঘেঁটে শরীর কুড়োয়
কবির কলম কবিতার।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুখের ভাষায়
অট্টহাসির পাঠোদ্ধার,
ঢোলা রঙিন জামার ভিতর
লুকোচ্ছে ঘা এক জোকার।
0 মন্তব্যসমূহ