ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

চিতা -মলয় সরকার


গতকাল শীতের এক গভীর রাতে

ঘরের বারান্দার এক নির্জন কোণে 

জ্বালিয়েছিলাম এক আগুনের চিতা,

জ্বলছিল তার দাউ দাউ আগুন.

আর আমি -

আমার চোখের জল সম্পূর্ণ শুকিয়ে নিয়ে 

তাতে আহুতি দিচ্ছিলাম

তোমার আমার অতীত সম্পর্কের এক একটি 

অন্তরঙ্গ মিষ্টি মধুর অতীত সম্পর্কের মুহুর্ত–


বহ্নিমান চিতার আগুন 

জ্বলে উপর দিকে উঠতে উঠতে

একবারও ফিরে তাকায় নি আমার দিকে-


শুধু আমিই তাকিয়ে ছিলাম অপলক চোখে

শূন্য হৃদয়ে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ