ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অন্বেষণ -কাজল আচার্য


এভাবে নাও বলতে পারতে
ছায়াহীন গাছ অনেকই তো আছে
অশরীরী ইচ্ছাগুলো বসত খুঁজছে ক্রমাগত। 
যে রাতে আমাদের ইচ্ছে চুরি যায়
শরীরের আস্ফালন দূর দূরান্তে ছড়িয়ে পড়ে 
সেই সব প্রগাঢ় সময়ে
আততায়ী ঘুরঘুর করে 
জল নিংড়ে মরুভূমি 
পন্থা জানে ওরা।

ওভাবে , নাও ধরতে পারতে
ধরার চরিত্র চিত্রণে 
বোঝাই যায় লুটপাট না আশ্রয়। 
যে হেঁশেলে আমাদের দান খয়রাত
মুক্ত দিগন্তের হিসেব
গ্রাসের মধ্যে ভর করে
কাছে পিঠে লুঠেরার আনাগোনা।
ওরা জানে গ্রাস থেকে সন্ত্রাস
দূরত্ব কতটা।

সেভাবে  ফিরিনি বাড়ি কোনো দিন
দরজা বলে দেয়
কড়া নাড়ার চালচিত্র 
ভাঙা না ভালবাসার প্রলেপ
কোন গন্ধে তারপিন তেলও হার মেনে যায়।
যখন শরীরে শরীর 
অদূরেই 'থালা বাটি গেলাসের নাম লেখাই'
হেঁকে যায় বেঁকে বসা সংসারের টানে।  
ওরা জানে কালো মেঘের আড়াল থেকে
সহসা...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ