ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ভাষা পাক -বিবেক পাল


আকাশ ছুঁতে গিয়ে--------
গিলে ফেলছে খেলার মাঠ, নদী-চর ,
তুলসী তলা, কাক চড়ুইয়ের খেলার আঙিনা।

'পড়শী' কথাটা আজ বড় বেমানান
নিজেকে বড় ছোট মন হয়--
শব্দটির পাশে দাঁড়াতে!

"----- সবুজ ভ্রষ্ট ডালে ডালে ফেনিয়ে
ওঠা অন্ধকারে"
এ'উন্নয়ন তবে কার---
এ'প্রশ্ন নিঃশব্দে ঘুরে বেড়ায়
ধুলোমাটি পথ হতে রাজপথে।

ভাষা পাক গঙ্গা, গোদাবরী, কাবেরী
হোয়াংহো হয়ে দিগন্তে শুয়ে থাকা
নাম না-জানা অসংখ্য নদ-নদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ