
ঠিক কবে যুদ্ধ শুরু হয়েছিল জানি না
সব যুদ্ধের আগে হাওয়া বয়, ধুলো ওড়ে,
ঘাস ছিঁড়ে ছুটে যায় সীমান্ত পেরিয়ে
দু এক টুকরো আগুন,গলন্ত লাভা।
শুনেছি আগ্নেয় গিরিগুলো শান্ত থাকলেই ভয়
মাঝে মাঝে জাগলে প্রেম পোশাক ছাড়ে
মাটির পুতুলগুলো সোনার পুতুল হয়ে ওঠে,
তা না হলে দাবানল ছুটছে তো ছুটছে
তেপান্তরের মাঠ পেরিয়ে নীল যমুনার তীরে
বৃন্দাবনে ঘোর সন্ত্রাস, প্রতিদিন বিস্ফোরণ।
যুদ্ধ থামবে কি জানি না - বিকেলের চায়ে
একটা আলাদা অনুভূতি আছে - তাই না!
0 মন্তব্যসমূহ