আমার ঘরের ব্যালকনিতে অকিঞ্চন সান্ধ্যসভা আজ
বন্ধু বান্ধব ছাড়াও আছে শহরের গণ্যমান্য উপস্থিতি
যদিও এ সভা তেমন কোন গুরুগম্ভীর বিজ্ঞাপিত সাড়ম্বর নয়
গৃহিণীর ইচ্ছাপূরণের আয়োজন বলতে পারেন।
কৃষ্ণচূড়া গাছটির রাঙা কোণে সভাপতির আসন
দূ'পাশে দুই বিশিষ্ট গুণীজন
দক্ষিণের বাতাসে ব্যালকনি হাটকরে খোলা
এভাবে অতিথিদের হাওয়ার ব্যবস্থা।
গৃহিণীর সাজ সজ্জায় আজ দেখার মতো বিশেষ চমক
বিজ্ঞাপিত হওয়ার এমন সুবর্ণ সুযোগ নষ্ট করেননি তিনি
তারপরও কিছু বাকি আছে দুশ্চিন্তার
আকাশে মেঘের জলীয় ভ্রূকুটি
গৃহকর্তী এমনই তৎপর
প্রধান অতিথির গিলেকরা ধবধবে পাঞ্জাবিতে
যেন না বৃষ্টির ছাঁট লেগে যায়।
0 মন্তব্যসমূহ