ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সভ্যতার দিনলিপি -অর্পিতা দাস


রোজ এই পৃথিবীতেই বাঁচি
মৃত্যুর হাঁকডাক অবজ্ঞা করে 
গুছিয়ে রাখি ধনসম্পত্তি। 
আমি ওদেরকেও চিনি, 
প্রতিবেশী আত্মীয় অথবা ভিনদেশী -
একটা সাযুজ্য রেখে পথ চলা, 
নিশ্বাসে বিশ্বাস ভরে জীবনের পদে পদে...
অথচ যেখানে বীজ ছড়ানোর কথা ছিল
জন্মজন্মান্তরের সূত্র ধরে, মন্ত্রপাঠে
চিত্ত শুদ্ধির - - সেখানে অহরহ বারুদ খেলে! 
জরাজীর্ণ শৈশব সাইরেনের শব্দে শুয়ে 
স্বপ্ন দেখে গ্রেনেড - ধীরে ধীরে বুজে আসা
চোখে ঝলসে ওঠে জীবনদায়ী বায়ু, 
ঝলসানো আলোয় দিনলিপি লেখে সভ্যতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ