
ভেবে দেখো প্রতিবাদে অচল অসাড়
পেয়েছিলে এক গোলাকার পটভূমি
দিগন্ত বিস্তৃত ঝঞ্ঝা অনুভূমি স্তর
সূর্যের মুখ চেয়ে বাঁচার অধিকারে
ফুঁসেছিল একরাশ দুরন্ত ইঁদুর
ঘন জঙ্গল ছেড়ে শাখার অন্তরালে
বিরূপ অন্যমন অনুভবে চঞ্চল
সারাদিন জলহীন বিদীর্ণ পুকুরে
মাথাকুটে মরেছিল মাংসাশী ক্রোধ
অহং এর বৃত্ত ছেড়ে নম্র আক্রোশে
কেন যেন পাপবোধ নেয়নি মিটিয়ে
বাঁচার অর্থে বাঁচেনি বুভুক্ষুর ভিড়ে
এমনও নর্তক আজও ঘিরে আছে
তালহীন পৃথিবীর আনাচে কানাচে..
0 মন্তব্যসমূহ