.jpeg)
একটুকরো জানলা নিয়ে আকাঙ্খায় ডুবে থাকি
ইচ্ছেডানার উন্মুখ আগুনে নিজেকে পড়ে নিই ফের
সব বাঁশি তো খোলস উপুড় করে না—মনমরা
অভিঘাতে আড়ষ্ট স্মৃতি বিস্মৃতির বিমর্ষ-ঠোঁট
আবহমান জানে সমান্তরাল জীবনের গতিপ্রকৃতি
ছায়ামানুষের নিরন্তর কার্যক্রম—ভাষ্য ভবিষ্য
রোদ্দুরে বোঝা যায় আদ্রতার নিষ্ফল নিষ্কাম
যেমন রাত স্বীকারোক্তির চুপিচুপি যত সংলাপ
সব পাখিরা জেনেছে অলেখা বিবর্তনবাদ
ঝরা পাতার মত পালকজন্ম আশ্চর্য অভিমানে
সব কাঠঠোকরার অতিপ্রাকৃত আয়োজন হোক
মায়ার ভুবন থেকে সরে না সুলগ্ন গল্প...
0 মন্তব্যসমূহ