.jpeg)
মানুষকে বুঝেছি ⸻ সমস্ত পরাজয় একটিই
সমস্ত ব্যর্থতার পথ ভরে যায় আলো আর অন্ধকারে
শহীদ মিনার নির্জন একান্ত নীরব। ভালোবাসার গান নেই
মড়মড় করে ভেঙে দেওয়া হৃদয়ে স্বপ্ন আসে না
পুরোটাই অচিন অসুখ দীর্ঘতায় পরিপূর্ণ।
আলেয়ার রেখা ধরে নৌকাডুবি
ভেঙে যায় বালুচর ভেঙে যায় মন
অনেকগুলো অক্ষর বিনিময়ে ভাষা যুদ্ধ
বিবর্ণ মেঘের আড়ালে একশো লক্ষ ষড়যন্ত্র
তবুও রঙের খেলায় রঙকে চিনে নেওয়া ভালো।
বিষণ্ণ নীল চোখের সমুদ্রে চেতনার পথ
মানুষ মরিয়া হয়ে পথে পথে ঘুরে মরে
বিবশ রজনীর মত ⸻ সমস্ত পরাজয় একটিই
তার নাম অবগাহন - তার নাম অবমাননা।
ন্যায়ের ভাষা বোঝে না কেউ
মৃত চোখ জেগে থাকে না আসামী পাহারার জন্য
শিরা উপশিরায় বিপ্লব আসে না বিপ্লবী হয়ে
রাতের অন্ধকারে জীবন্ত কীটের দল রক্ত চুষে খায়
বিপ্লবীর পথে এগিয়ে আসা যুবক যুবতীদের।
নিরপেক্ষ আগুনে একসময় জ্বলে ওঠে সমস্ত নব বিপ্লবীদের ঘর।
নিজেকে অনেক বেশি বুঝে নিতে শিখেছি
সমস্ত পরাজয় একটিই মেনেছি
আবিষ্কার করেছি নতুন চলার পথ নতুন অজস্র স্বপ্ন
যে পথ আর স্বপ্ন বাস্তবতাকে নাড়িয়ে দেয় ভূমিকম্পের চেয়েও তীব্র
আমি সেই ভূমিকম্পের গভীরে স্বপ্নকে লুফে নেওয়ার জাল ফেলেছি
মানুষের অজান্তে বিষাক্ত চোখের অজান্তে
আর পায়ে পায়ে সমুদ্র ডোবার অজান্তে।
সমস্ত প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেলেও
হৃদয়ের ভিতর যে যুদ্ধ প্রতিনিয়ত, সে যুদ্ধের বীর সৈন্য আমি
তিলার্ধ সংকোচ নেই সেখানে হেরে যাওয়ার
প্রতিবাদ করতে গেলে প্রথমে প্রতিবাদী হতে হয়।
সমস্ত মানুষকে চিনতে শিখছি বুঝতে শিখছি
তাঁদের হৃদয়ে কোনোদিনও প্রীতির ভাষা ছিল না
এটাই বড় তফাৎ অন্তরে বাহিরে
আর ⸻⸻⸻⸻
আমাদের হাতের প্রতিটি আঙ্গুল আঁকাবাঁকা নদীর মত বিপ্লব আনে।।
0 মন্তব্যসমূহ