ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শাশ্বত সুন্দর -সুদামকৃষ্ণ মন্ডল


সে প্রশ্ন করেছিল;
এই রূপ কতদিন, অথবা যৌবন?
চোখ- মুখ- শরীর -স্বরধ্বনির সৌন্দর্য্য
মুহূর্তের প্রলেপ মাত্র।

ঢেউ আসে ফিরে যায়,
কারো বাধার বান্দা নয় সে।
এত নারীর সুষমা ক্ষণিকের জ্বলন্ত প্রদীপ।
তেল নেই তো লাবণ্য শরীরস্থিতি
এত পরিপাটি চোখের দৃশ্যকাব্য
সবই ছিনিয়ে নেবে সময়ের দূত।

রূপের সূত্র নিয়ে বলেনি কিছুই।

ভাঙ্গা হাটে রূপের মহিমা এক
এ কথা বলতে মানা ছিল তার।
রূপের ডালি যদি ভালোবাসা পাবে,
কেন খুঁড়ি তবে হৃদয় উচ্চারণ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ