.jpeg)
নির্বিচারে চলছিলো গুলি
ধূসর হাওয়ায় শুধু বারুদ আর বারুদ
বোমার শব্দে ঝালাপালা কান
রক্তের নদী জীবনের যবনিকা এঁকে
আলপনা দিচ্ছিলো প্রান্তরের গোধূলিতে!
শুধু একটি শিশু
মানচিত্রের ওপর দিয়ে
বর্ডার টপকে
রাষ্ট্রের পাঁচিল ডিঙিয়ে
ছুটে চলেছে রুদ্ধশ্বাসে,
যেখানে অতিযত্নে রক্ষিত আছে
অসাম্প্রদায়িক প্রেম
ধ্বংসে উন্মত্ত রাইফেলধারী
ট্রিগারে আঙুল চালাতে ভুলে যায়,
চোখে ভাসে শিশুর দুঃসাহসিক হাসি
ক্ষণিকের জন্য!
0 মন্তব্যসমূহ