ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আলো আর আলোর বন্যায় -বিবেক পাল


সাঁঝ-বেলার আঁধার ফিকে হয়
চোদ্দ প্রদীপে---
আলোর ফুলঝুরিতে আলোকিত 
কৃষ্ণ-পক্ষের রাত।

আলো আর আতশবাজির শব্দে
রাত জেগে থাকে,
বাতাসে শীতের কাঁপন
রামপ্রসাদী গান বাজছে মণ্ডপে মণ্ডপে।

আমি ফিরে ফিরে তাকাই ফেলে আসা
সময়ের পানে----
বিষাদে কাটে অখণ্ড অবসর 
মন-জুড়ে কাল-বৈশাখী ঝড়!

প্রতি মুহূর্তে দগ্ধ হই; অব্যক্ত যন্ত্রণায়
আঁখির তারায় শ্রাবণ সন্ধ্যা!
গভীর বিস্ময়ে টের পাই 
হলো না ভেজা, আলো আর আলোর বন্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ