ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নিঃসঙ্গ সিগনাল -কাজল আচার্য


যতটা পুরনো জামা বলেছিলে
ঠিক ততটা নয়।
বোঝনি পুরনোর চেয়ে পছন্দের দাম
অনেক বেশি।
ঘুমের মধ্যে দেখি রাস্তা যেন এলোকেশী
গন্তব্য লিখতে ভুলে যাচ্ছে সে সম্প্রতি
যার ফেরার কথা সকালে
বিকেলের ডাকে তাকে ফেলে গ্যাছে শীতের মরসুম।
চাদরের চটকদারি চেহারার নীচে
আনচান করা সুবর্ণ পথিকের ছায়া
কাঁপে কাঁপে আর মনের করায় মরীচিকার
প্রবঞ্চনার কথা।
এখন কর্মব্যস্ত শহরবাসীকে  গান শোনায় না
অবুঝ ফেরিওয়ালা।
ফেলে যাওয়া রঙচটা জানলার অবাক দৃষ্টিতে
ছবি আঁকে না উদাসী চিত্রকর।
পূজার ছুটির গায়ে কেউ দ্রুত
কেউ বা বিলম্বিত একতালে গান ধরে।
ফিরে যাবে কেউ নিঃসঙ্গ ট্রেনলাইন রাতের সিগনালের মতো একাকী অবহেলায়।
অনেক হয়েছে দাপট ফিরে চলো
পুরানো গ্যারেজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ