ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তাঁর'ই চরণে -গৌতম রজক


দূর ঐ গগনে উজ্জ্বল জ্বল জ্বল উদয়ে
যে 'তারা' চিনিয়ে দিয়েছিল পথ, আস্তাবলে;
পন্ডিত, এঁরা দিয়েছিল অভয় সে'দিন মঙ্গলে
বর্ণময়ে বিচ্ছুরিত আলো করে মায়ের কোলে।

সে 'তারার' দৃষ্টি নন্দনে নিষ্পাপ, সে'তো  
হাস্যময়ে, নিবারণে সহে তাদের সব জ্বালা;
দুঃখে কষ্টে পাপের এক রাজ শাসনে
ত্রাহি ত্রাহি রবে, নিধনের সে তো খেলা।

ছাড়ে'নি ওরা, অত্যন্ত পাশবিক অত্যাচারে 
ফোঁটা ফোঁটা রক্ত চুঁইয়ে,জীবন্ত বিদ্ধ ক্রুশে;
তবুও করুণার সে অভয় বাণী,'ক্ষমা করো
প্রভু..',ক্ষমার সে বর্ষিত অশ্রু ঝরে পড়ে এ মহাবিশ্বে।

দূর ঐ গগন হতে যেন ভেসে আসে করুণাধারায়
সে বাণী মর্মস্পর্শী চিরঞ্জীবী হয়ে চিরন্তনে;
চিত্ত বিকশিত মঙ্গলময়ে,ক্ষমা প্রার্থনায় সবার'ই তরে
জীবন পথে, নতজানু হয়ে-, আমরা তাঁর'ই চরণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ