ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কলহ -অভিষেক ঘোষ


ঝিঙেফুল রোদের বেলা
দস্যি ছেলের যে'টুক খেলা
ধমকে থেমে যায়;
লাল মেঝের ভিতরবাড়ি
কর্তা-গিন্নি আড়া-আড়ি
কলহ বেঁধে যায়। 

জরিপ করলে যে খড়কুটো
জুটিয়ে দিতই দু-মুঠো দুটো
সে’টুকুও সুযোগ হারায়!
খোকার যত খেলনা-ঘোড়া
রইল পড়ে দুপুর জোড়া
বাপ-মায়েতে মাড়িয়ে চলে যায়।

খোকার চোখে অমন যে জল,
দেখল না তো কেউ!
তবে কি ওরা বাবা-মা নয়,
উটকো মানুষ কেউ?

শেষে রইল পড়ে ইতস্তত 
ছেদ এবং যতি
মোটের উপর দু-পক্ষেই
সমান ক্ষয়ক্ষতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ