ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

এমন কথা বলতে নেই -লালন চাঁদ


আজও ক্লেদার্থ জীবনের ছবি আঁকি
অসহায় জীবন
বিকেলে ভোরের স্রোতহীন নদী ঘাটের কাছে থমকে  দাঁড়ায় 
জীবন এমনই। এমনই জীবন

জীবন কেবলই সংগ্রাম
সংগ্রামহীনতাই মৃত্যুর অন্যতম কারণ

তবু বেঁচে আছি
কালবেলা অকালবোধন জোছনা কথন
দৃষ্টিঘেরা জলছবি। মায়াবী পাতন

পাতার শরীর জুড়ে দিগন্তের মেকি ঠাসবুনোট
কথাঘর ভাঙে বারবার 
উত্তাল স্বপ্নঝড়  
তবু নৈরাজ্য পুষি বুকের ভেতর

নষ্ট কারিগর আঁকে আদিম রাত
বৃষ্টি নেই
জীবন পুড়ে পুড়ে হয় ছাই

এমন কথা বলো না। এমন কথা বলতে নেই 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ