ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

জীবন দীপ -গৌতম রজক


আলোয় উদ্ভাসিত হোক, সকল চেতনা
মঙ্গলময় বন্দনায়, মঙ্গলময়ে সকল প্রাণে_
তব আশিসে, তব করুণায় এ জীবনে
এ ভুবনে নিমিত্ত সময়কালে, সমাপনে!

প্রভাতে রবি কিরণ, মলিনতা দেয় ধুয়ে
তব প্রার্থনায়, কলতানে বিহঙ্গরা ডালে_
তোমার'ই মহত্ত্বে নীলাম্বর রাঙে পূবে
বিচ্ছুরিত সপ্ত রঙে অনন্ত সুন্দর উষাকালে!

যে টুকু জীবন দীপ জ্বলে, ক্ষুদ্র পরিসরে
অহংকারের জ্বলন্ত বাতি এ হেন দু'দিনে,
মেতে উঠে যেন হাসি খেলায় এই নন্দনে
সকল গরিমা তুচ্ছ জ্ঞানে, সমর্পিত তব চরণে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ