(১)
শূন্যতার দ্রাঘিমায় মেপে নিলাম তোমাকে ঘোর লাগা মাতাল আয়নায় দেখি নিজেকে
সরল অভিমানে কুয়াশাগুলো নদী হয়
ঝরনার পাশে ফুটে আছে গোলাপ আমার বিনাশ লেখা তোমার চুলের ঘ্রাণে
(২)
ভাসমান সৌরভে মেতে উঠি
নীল চোখে আসমান- জমিন একাকার
মাঝে মাঝে অভিমানের নদীতে স্নান করি
প্রস্তুতি সারি অভিসারী আত্মার মিলন বিভ্রাট লিখতে
মিলন মেলায় খুঁজে পাই সুইসাইড নোট
মৃত্যুর হিমশীতল মূল্যবোধ ক্ষমতার কাছে নতি স্বীকার করে
(৩)
সংসার বাঁধে সনাতন পাখিরা
আদুরে নাম লিখে প্রেমের উষ্ণতা মেখে উৎসবের ঋতু এগিয়ে এলে দশমীর চাঁদ ওঠে
পরিচয়ের আস্তানায় বাসা বাঁধে শারদীয়ার চাঁদ
(৪)
বিকেল রঙের রোদ ছায়া ফেলে পাথুরে চাতালে
স্বপ্নেরা প্রজাপতি ওড়ালে বেজে উঠে বিরোধী নূপুর
চুপিসারে পরিচয় মাখা হাত ছুঁয়ে দেয় আত্মহারা নৌকা
আত্মপক্ষ সমর্থন ছুটে যায় ভাটার টানে
পড়ে থাকে অস্তিত্ব সংকটের ক্রিয়াশীল নিঃসঙ্গতার মেঘ
0 মন্তব্যসমূহ