ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সম্পর্ক -উৎপলেন্দু দাস


সবসময়ই  কিছু না কিছু পেতে চাওয়া মানুষ
ভিড় জমায় ভিখিরির মত
সুখী সুখী মুখোশের বিজ্ঞাপনের আড়ালে
আত্মসমর্পণ করে চোরাবালির ওপারে আলেয়ার কাছে,
অপেক্ষাকৃত দুর্বলেরা পড়ে থাকে প্রদীপের নিচে,
পোকা সেজে সবলেরা আলো ঘিরে নাচে।

মানুষেরা সতত ভীত সন্ত্রস্ত অপূর্ণ অপরিণত
অস্বীকার করে লুব্ধ ভিখিরি মনের কথা
অনন্ত অতৃপ্তির অসুখ বাসা বাঁধে গাছের শিকড়ে,
গভীর রাতে প্যাঁচারা ওড়ে
সাপ উঠে আসে ধীর লয়ে কোটর ছেড়ে 
তস্কর সিঁধ কাটে ঘুমের ঘরে।

দাম নেই যার হিসেবের দাঁড়িপাল্লায় সংসারে
ফিরেও তাকায় না কেউ সেই অসহায় মানুষের দিকে
জঙ্গলের নিয়মে মরে যেতে দিয়ে অক্লেশেচলে যায় দূরে,
দুঃখী মানুষ কেঁদে পড়ে পায়ে
পাড়াপড়শি ঘুমায় দুয়ারে খিল দিয়ে
রক্তের রঙ ও পাতলা হতে হতে একসময় যায় মিলিয়ে।

সুখী মানুষেরা আরও চেয়ে সুখ থাকে খোপে খোপে
অনীহা মেলে দিতে আরও বড় ছাতা,
আরও ক্ষমতা আরও সম্পদ আরও মোহজাল বিস্তারে
হারায় শূন্যে আরও আলোকিত মঞ্চ চেয়ে,
সময় নেই তার দুর্বল মানুষ কে নিয়ে,
বৃত্ত ছোট হতে হতে সম্পর্কের উত্তাপ একদিন যায় হারিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. অসাধারণ জীবন দর্শন এবং তার কাব্যিক প্রকাশ। 👌🙏

    উত্তরমুছুন
  2. ভালো লিখেছেন। ভালো লাগলো।

    উত্তরমুছুন