এখন নেবো না মেঘ
এ সময় তাপই ভালো
উত্তাপ প্রয়োজন ভীষণ
বর্ষার কাঁথায় নয়া সড়ক।
নাববেই যখন ঘরের চালটা
নিদেনপক্ষে ছাওয়া হোক।
দিন দিন লতানো গাছে ছেয়ে
যাচ্ছে বড়বাড়ির দেওয়াল।
এখন আকাশ ঢেকো না জলদ
ওর চোখে জলপ্রপাত
স্থির চিত্র আঁকা অসম্ভব।
বক গেছে পাশের খালে
মাছেরা গভীর গভীরের লুকোচুরি।
সেলাইয়ের ফোর জানেনা কন্যা
মৎস্যকন্যা পুকুরে?
কালো মেঘ এসো না এখন
অপরাহ্ণ নাগাদ ফিরো
কী যেন মেঘ আসে সন্ধ্যের গা ঘেঁষা?
যার আসনে সাজগোজ অভিলাষ
এতো ভিতরে রঙ মেলান্তি খেলা
তৃষ্ণার্ত, খেলোয়াড় না হতেও পারে।
জলদ জেগে আছো
সবে মাত্র ষোড়শী ঘাটে
জল কানায় কানায়।
পানকৌড়ি খোঁজ পাবে নিশ্চয়।
0 মন্তব্যসমূহ